সাঁঝের বেলা রঙের খেলা গগন তলে
দেখায় বেশ আকাশ জুড়ে,
রাঙা বসন
ঘোমটা মুড়ে ।
নদীর তীরে জলের মাঝে আলোর খেলা
মুগ্ধ চোখে প্রেমিক দেখে,
মনের ভাবে
কাব্য লেখে।
গোলাপ ফুলে প্রেমের তরে আনবে তুলে
সাজায় ডালি অর্ঘ্য দেবে,
সামনে রেখে
বিদায় নেবে।
ভালোবাসার প্রমাণ কত সময় দেবে
রোদের মুঠো সোহাগ ভারি,
তোমার তরে
আনতে পারি।
প্রেমের কথা মিষ্টি শত যুগের সাথে
লায়লা বলে মজনু শোনে,
চোখের পাতা
পলক গোনে।