বাংলা ভাষায় কথা বলি আমার মায়ের বুলি
হাঁটতে শিখে এক পা করে আঙুল ধরে ঝুলি।
কান্নার সময় আসে শুধু নিজের ভাষা গুলি
যতই পড়ি বিদেশি ভাষা মনটা বাংলাতেই খুলি।
অমর একুশ স্মরণে বীর রক্তে লেখা আছে
ত্যাগ বলিদানে ফিরিয়ে আনা মাতৃভাষা পাছে।
উর্দু জারি করেছিল পাকশাসন, ফেরে রক্তস্নানে
জব্বর সালাম বরকত রফিক বীরের বলিদানে।
তবু অবলীলাক্রমে উর্দু শব্দ মোদের কথায়
আব্বা আম্মা যায় না ছেড়ে, বাবা মা রয় ব্যথায়।
ফুফু খালা বলে আসি পাল্টে যায় না ডাক
অভ্যেস প্রথম থেকে যতই ভাষা ভাষা হাঁক।
ইংরেজি শব্দ, লেখাপড়া তাতেই, ধরে গর্ব
অফিস দপ্তরে চলে বেশি সেখানে মাতৃভাষা খর্ব।
ব্যবহারিক জীবনও অভ্যস্ত , এটাই লাগে সহজ
একদিনের ভাষা দিবস ঢুকিয়েছে কেবল মগজ।
বাংলা ভাষা মিষ্টি ভাষা স্বপ্ন দেখো কিসে-
প্রাণের গান গাইবে যখন থাকবে মিলে মিশে।
কাব্য লিখো মনের সুখে, কলম চলে বেগে
বিরক্তির প্রকাশ আশ মিটিয়ে যখন যাও রেগে।
তোমার ভাষা আমার ভাষা মোদের বাংলা ভাষা
বাধা বিপত্তি ঘুচিয়ে, রাজ্য জয় করবে আশা।
বর্ণ পরিচয় করলে যখন অ আ আসে আগে
মায়ের মুখের থেকে শেখা মায়ের বুলি জাগে।