গরমকালে তৃষ্ণা লাগে দুপুর রোদে
জলের আশা পথের শেষে
কলস কাঁখে
মেয়ের বেশে।
ডাকলো ছেলে জীবন মাগে দুহাত পেতে
কণ্ঠ ভরে আঁজলা জলে,
প্রাণটি বাঁচে
শ্বাসের তলে।
মধুর স্বরে জিগায় তারে নামটি কবে
প্রাণ বাঁচালে জীবন দিলে,
বন্ধু হবে
দোঁহের মিলে।
নরম হেসে বলল শেষে নাম যে নদী
জলেই বাঁচি জলেই থাকি,
কলস খানি
ভরেই রাখি।
দীনের সেবা জলের মাঝে গরম কালে
তেষ্টা মেটে নন্দ জোটে,
বুঝলে ছেলে
কর্ম মোটে।
বুঝলো ছেলে হাসলো তবে বাড়ায় হাত
গভীর চোখে দেখলো মেয়ে
আশার আলো
নয়ন ছেয়ে।