প্রণাম জানাই ছন্দের যাদুকর
কবি সত্যেন্দ্রনাথ দত্ত,
ছন্দের কারুকাজ শব্দ ভাষায়
আনলেন সুন্দর তত্ত্ব।
জন্ম আঠেরোশো বিরাশি সালে
এগারো ফেব্রুয়ারি মাসে,
ব্যবসায়ী পিতা রজনীনাথ দত্ত
মহামায়া দেবী মা যে।
রবীন্দ্রনাথ ঠাকুর দিলেন আখ্যা
ছন্দের যাদুকর নাম,
বাংলা লেখাতে আরবী ফার্সী
শব্দ যুক্তকরাই কাম।
রবীন্দ্রযুগে খ্যাতনামা ছন্দোরাজ কবি
ছদ্মনামে লিখেছো কত,
নব কুমার কবিরত্ন ত্রিবিক্রম হসন্তিকা
আরো নাম যত।
সবিতা সন্ধিক্ষণ হোমশিখা হসন্তিকা
মণিমঞ্জুসা কাব্যগ্রন্থ লেখা,
কুহু ও কেকা তুলির লিখন
আরো অনুবাদ দেখা।
বিংশ শতাব্দীর প্রথমার্ধে কবি
দূরের পাল্লা ধরে,
নৌকা বাঁধে হিজল গাছে
মাল্লা গানে ভরে।