সৃষ্টিকর্তা আছেন সাথে
নিয়ম রীতির মাঝে,
চন্দ্র সূর্য গ্রহ তারা
প্রকাশ তারই কাজে।
বিশ্ব জুড়ে হচ্ছে রাত দিন
সৃষ্টিকর্তার খেলা,
মানব গড়া মতবাদে
অশান্তি রয় মেলা।
নিয়ম মেনে চললে পরে
উন্নতি রয় সাথে,
অনিয়মে মন গড়া কাজ
ব্যর্থতা রয় হাতে।
অহঙ্কারে মত্ত মানুষ
পায় যে দুঃখ কষ্ট,
মতিভ্রমে দিক্ বিভ্রমে
সময় হয় যে নষ্ট।
প্রভু নামে সরল পথে
জীবনের হাল ধরো,
পথ দেখাবেন শান্তি পাবে
মনে নিষ্ঠা ভরো।