উড়িষ্যা দেশে জন্ম তব
জানুয়ারি তেইশ দিনে,
একশত ছাব্বিশ জন্মোৎসব পালনে
আমরা নেতাজী বিনে।
পিতা জানকীনাথ মাতা প্রভাবতী
যোগ্য সন্তান বীর,
নেতাজী সুভাষ চন্দ্র বসু
লক্ষ্যে তুমি স্থির।
“তোমরা আমাকে রক্ত দাও”
তোমাদের স্বাধীনতা দেবো,
তোমার ডাকে শহীদ শত
স্বাধীনতা ছিনিয়ে নেবো।
পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত
করতে দেশের মান,
ব্রিটিশকে দিয়েছিলে উচিৎ শিক্ষা
যুদ্ধে সৈনিকের প্রাণ।
সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী তুমি
আজাদহিন্দ ফৌজ গড়ে,
ইংরেজের বিরুদ্ধে তুলেছিলে অস্ত্র
প্রাণপণ গিয়েছো লড়ে।
স্বাধীন ভারত তোমায় খোঁজে
দেশবাসী শ্রদ্ধায় স্মরে,
তোমার অন্তর্ধানের রহস্য কথা
অন্তরেতে নাহি ধরে।