ফাগুন ফুটেছে পলাশ পরাগে
শিমূল সকালে মন ,
বাতাসের বীজে হাওয়া ছিলো যত
ফুটে ফুটে এক বন ।
আমের আঁধারে জেগে জেগে ভোর
রোদের মুকুলে সোনা ,
কোকিলের কূলে কুহুনদী এলো
মিল পায়ে আলপনা ।
সময়ের সমে প্রকৃতি দাঁড়িয়ে
মন্তাজে নির্ভুল ,
কবিতা কোলাজ কোথায় লুকালো
ডাকে বসন্ত ফুল ।
এনে দিতে পারি উপমার সারি
এবং দৃশ্য স্রোত ,
যদি বলো দাঁড়ে টান চাই আরও
পালে পেতে দেবো পোত ।
মাহেন্দ্রক্ষণ সবচেয়ে দামী
জীবনের আয়ু পথে ,
ছেড়ে গেলে ফাঁকা সৃজন সরণী
সারথী বিহীন রথে ।
অতএব এসো সন্ধির সুরে
প্রকৃতি পদ্য গাথা ,
পদাবলী হোক চৈত্র চাতালে
সওয়ালে নকশী কাঁথা ।