ঘুমিয়ে তো পড়তেই পারি
মেঘ এসে ফিরে যায় যদি
কে ফোটাবে বৃষ্টির নদী !
সময়ের তাড়া জিনে জারি ।
চুপচাপ থাকতেই পারি
সভ্যতা ছিঁড়ে খাক নীতি ,
আমাদের বুকে থাক ভীতি
রাজরীতি ডিঙোলেই দাঁড়ি !
উদাসীন এই আছি বেশ
মেঘ নদী বৃষ্টিকে নিয়ে ,
ব্যারিকেডে কাজ নেই গিয়ে
স্বাধীনতা হয় হোক শেষ ।
বিভেদের কৌশলে ভোট
বেড়ে বেড়ে জাতীয়তাবোধ ,
গ্যারান্টি গে’লে প্রতিরোধ
জোয়ালের কলু জালে ঘোঁট !
সয়য়েরা হেঁকে চলে কানে
— সমাজের দর্পণে ফাঁকি !
অনুবাদে প্রতিবাদ আঁকি
জেগে উঠি বিবেকের বাণে ।