বাঙ্কার ফুঁড়ে বেরিয়ে আসুক শোক , শান্তির গ্রহে ।
সব উনুন জ্বালানো হোক অপূর্ণ পাকস্থলীতে ।
কিশোরী ছাত্রীর শিক্ষা শেষ হোক জননীর আগে ।
শতাব্দীর সন্ত্রাস জোঁক মুখে অনন্ত নুন ঢেলে
ফিরে যাক পরবাসী রুটমার্চ নিজের আবাসে ।
শুরু হোক ধোঁয়াহীন চিমনিতে আগুন গর্জন ।
এখনো ফেরেনি যারা ট্রলারের টানে
তাদের জন্য বাড়ো থালা থালা রূপালী আদর ।
ফুটন্ত ফুঁ দাও নিভন্ত বিবেকের শাঁখে ,
— কারা আছো বিষাদ বরফে ঢাকা
চাঁই চাঁই দুর্নীতির পাথরে চাপা ,
এসো এসো পৃথিবীর বাঁকে বাঁকে উদ্বাস্তু যিশু
প্রেমহীন প্রেমশিশু অনাথ সন্তান ।
আরও যারা বাকি অমৃত ফেরারী
তোমাদের সঙ্গ পেতে একশো জীবন রাজি বাজি ।
যৌথ যাবো উত্তরের খোঁজে
বহু প্রশ্ন পোরা আছে আধুনিক আগ্নেয় আঁধারে ।