জীবন মানে ডলার কাঁধে হাওয়াই দ্বীপে যাওয়া
জীবন মানে দশতলাতে সুইগি সোহাগ খাওয়া ।
জীবন মানে ফুটপাতে জল , বর্ষা কেন আসে !
জীবন মানে ধর্ণা সকাল হাজার দিনে ভাসে ।
জীবন মানে ধর্ম ধুয়ে তন্ত্র করো পান
কবির মনোভূমির ঋণে জনমভূমি দান ।
জীবন মানে শান্তি শাখায় প্যালেষ্টাইন মন
ইজ্রায়েলের যুদ্ধ বিমান কাঁদছে সারাক্ষণ ।
জীবন মানে মনিপুরের মায়ের মাতাল শোক
ভল্গা থেকে গঙ্গা জলে সময় শান্ত হোক ।
জীবন মানে শাসক শস্ত্রে ভোটার প্রজা নয়
শ্রমের শ্বাসে ফসল ফোটে , হকেরই হোক জয় ।