এ কোন শীতের সমুদ্র হিমে
জমিয়ে রেখেছো সুখ , সময় সন্ন্যাসী !
হিমসিম খোলসের সাদা পায়ে
ঝিমঝিম খিল ধরে যায়।
থোড়বড়ি অভ্যেসের ভয়ানক ভীড় ভেঙে
আমার ভাবনা বনে অনিকেত কবিতার প্রচ্ছায়া ফোটে ।
আমার একান্ত আনন্দনদী গার্হস্থ্য গ্রহণ ফুঁড়ে
খিলখিল বয়ে চলে বল্কলপুরে ।
বাহির ও ভিতরের অসাম্যের সম্মান
কীভাবে সমান হবে
ভেবে ভেবে ভগ্নমন আয়ুর নিউরণ ।
তবুও এ অনন্ত ডুয়েল আগুন জলে
ভেসে ওঠে গরলের গর্ভজয়ী অমীমাংসিত অমৃত অক্ষর ।
— পাললিক প্রাচীরের আশ্রমিক এ জন্ম ছেড়ে
কবে আমি চকোরীর মতো প্লেটোনিক নীলাম্বরীর
অব্যর্থ অভিলাষী হবো !