এভাবেই দিনের গন্ধে ঘাম আসে যায়
রাত্রি রতির মিলন খেলায় ছু কিৎ কিৎ
ক্লান্ত রিপুর ঘুমের ডাঙায় ভ্রুণ বোনে ভিত
কচুর পাতায় জাতক মাখায় মেঘের আঙুল
জারুল ভোরে সঙ্গী খুঁজি আয় রে পারুল
সঙ্গী বাড়ে সঙ্গ কমে অর্ডার অর্ডার
আস্তে জীবন এখনই নয় মৃত্যু বর্ডার
শ্বাসের নেশা খেজুর রসে টগবগিয়ে
ফুটছে ছুটুক দমের গুড়ে গড়গড়িয়ে
হেমন্ত পান করবো বলেই এই এতদূর
শব্দে সাঁতার বদর বদর নৌকা বাদুড়
ঝুলছি নদীর বাস্তু মায়ায় আর কতদূর
কী , কতদূর ? চাতক চকোর ফটিক এবং
কৃষ্ণ কোথা পাখির চোখে অজানা এক দৃশ্য
বরং খুঁজছি ফসল অনন্তকাল জন্ম নিতে
ঘুঘুর বাসায় মাপছি ফাঁদের আয়ুর ফিতে
আসছি সময় একটু দেখো
স্মৃতির জ্বরের ওষুধ না হয়