এঁকেছো যে ছবি , সে তোমার নয়
যা ঢেকেছো ধীরে , সেটা নিশ্চয় ।
যা গেয়েছো সুরে , গান হতে পারে
বাকি যারা দূরে , স্বপ্ন জোগাড়ে ।
মন দিলে যারে , না রাখতে পারে
ভুলে গেছো কারে ? ছায়া তার দ্বারে ।
গাছে এলে ফুল , ভাসো কুলকুল
ভিত ধরে আছে , আফোটা মুকুল ।
মেহগিনি খাট , ফেলে যায় ছাঁট
এসো নীরবতা , বলো ষাট ষাট ।
মহড়ারা কিছু , জ্বালানীর কাজে
হেরে যায় যাতে , জেতে এস্রাজে ।