কবিতা হবার জন্য চোখের সম্ভার
দিয়েছো উন্মুক্ত করে , তবু বারবার
উপান্তে উপোসী দৃষ্টি , বৃষ্টি নড়েনি
অতৃপ্ত অন্ত্যমিলও শব্দে ভরেনি ।
মুখস্থ করতে চেয়েও ব্যর্থ হয়েছি
তারার নক্ষত্র রোদে কেবলই পুড়েছি ।
তবুও অপান্থ হবো , পথও ভাবেনি
তোমারই বিন্ধ্য বাধা বিপদ মাপেনি ।
গুটিয়ে নিয়েছো সাধ্য কবিতা হবার
অজান্তে সাধ হাঁটে , স্বপ্নে পারাবার ।
সংসারী শেকড়ে বন্য বাতাস থাকে না
কেন এ বার্তা , বৃক্ষ অপূর্ণ আঁকে না !