এ জন্মে ছেঁটেছি শাক্য , পর্বতের পাখা
ও জন্মে ঢেলেছি অগ্নি , বাঁশফুল গজানো যজ্ঞে
নৃমুন্ডমালিনী ।
ডুবেছি যৌনজলে নাভির নর্মদায় কেটেছি সাঁতার
জেগেছি আর এক জন্মের জাতক শয্যায় ।
পেয়েছি মহাপ্রস্থানের পথে অদাহ্য শূন্যতার
ব্রহ্মান্ড যন্ত্রনা ।
ছুঁয়েছি ট্রয়নগরীর শেষ ভষ্ম গাদায়
অকস্মাৎ বেঁচে যাওয়া আশ্চর্য পদাতিক সুখ ।
প্রথম ব্রহ্মকমল দেখা পাঞ্চালীর
দৃষ্টি ঝর্ণার আনন্দনদী থেকে
মেখেছি তো এক আঁজলা সুবর্ণ বিস্ময় ,
গ্রহরাজ ।
আর কোন কোন জন্মের যুদ্ধলোভ ঝুলিয়ে রেখেছো
নীল ললাট অঞ্চলে , অকালতান্ত্রিক !
যথেষ্ট দিয়েছি হত্যে জীবন জিজ্ঞাসার জিনে
আর জন্ম নয় ।
বরং অষ্টাঙ্গিক মার্গের চক্র তুলে নাও
বোধিবৃক্ষ সেনা ।