সংসারী পরিধির পিঁড়ি গন্ডী গলে
যে খড়ির খাঁড়ি বাঁক সোনায় মুড়েছো ,
সময় শরীরে শ্যাওলা পাহাড় ঢেলে
কীভাবে আজ সেই ভরাট ভরাবে !
স্বাধীন স্রোতের সেতু কোথায় লুকোবে !
উড়ুউড়ু আবেগের বীজের বাগানে
ফলে আছে সারিসারি আনন্দের স্মৃতি সংলাপ ।
বন্য শিব ধরে আছে তত্র জীব সুধা ।
ওই দ্যাখো , যুবক বটের বুকে
মাতালিয়া মাধবীর চুমু চুমু মুখ ।
মুক্ত চাওয়ার পালে সত্য পাওয়ার হাওয়া
বল্কল বসন্তের মতো বাধাহীন বয়ে চলে
বিজনের বহমান শ্বাসের ইথারে ।