ছুঁচোর আত্মহত্যা দেখে
শিখে নিয়েছি বেঁচে থাকার উপায়,
এখন শিখতে হবে পথচলা ,
শিখতে হবে অলিতে গলিতে ঢোকার কৌশল,
যাবতীয় চতুর বুদ্ধি কাজে লাগাতে
হবে বড় হবার জন্য, সফল হলে কেউ
জানতে চাইবেনা তুমি ভন্ড কিনা?
কেউ বুঝতে চাইবেনা কতটা
রক্তাক্ত পথ পেরিয়ে এই পরিক্রমা চলছে,
চোখের জল মোছাতে কেউ আসবেনা
বন্ধু ছাড়া, মা ছাড়া কেউ ভাববেনা
তুমি বাড়ি ফেরোনি কেন?
সব অট্টালিকা পেরিয়ে এসেও
তুমি হিসাব রাখোনি এত গাছ
কাটাতে কতটা ক্ষতি করে দিলো পৃথিবীর।
সব সত্য মিথ্যার চাদরে ঢাকা পড়ে গেছে,
তবু ব্যর্থতার দিনলিপি লেখা চলবে কবির,
বিবেকের যন্ত্রণায় কলম থেকে
ঝরে যাবে
গ্লানিমার কালি।