পথে যেতে যেতে সেদিন একসাথে
ভালোবাসি তাকে বলেছি প্রথমবার,
থমকে দাঁড়িয়ে অবাক চোখেতে
বিস্ময় ছিলো তার।
সে চোখে কি ছিলো আবেদন
নাকি ব্যাকুল প্রতীক্ষার,
মনে ভয় ছিলো যদি তীর বেঁধে
প্রবল উপেক্ষার।
দুচোখ নামিয়ে পায়েতে পা তুলে
ত্রস্ত হাতেই আঁচল জড়িয়ে
মুখে হাসি চেপে বলতে চেয়েছো
কবে থেকে বলো প্রিয়ে।
কি বলবো আমি ভেবেই পাইনি
বলেছি জন্ম থেকে,
অবাক হয়েছ প্রশ্ন করেছ
অতো ছোট সেই আমাকে?
শুধু ভালোবাসা নাকি আরও কিছু
সে কথা সত্যি বলো,
কি বলবো আমি দিশেহারা গণি
বলি,ভালোলাগা সেই ছোট কাল থেকে ছিলো।
তার দুটো হাত জড়িয়ে ধরেছি
বিপুল সোহাগে ভেসে,
বলেছি গোলাপ হাতে নেই তবু
হাত ধরি ভালোবেসে।
মধুর হাসিতে বিমুগ্ধ করে সে
বলে, আমিও তো ভালোবাসি,
তাইতো দুজনে এ পথে নির্জনে
তোমার সাথেই আসি।
এ প্রথমবার আড়ালে সবার
দুহাতে জড়িয়ে ধরি,
দখিনা বাতাসে সে কি উচ্ছ্বাসে
উড়িয়ে নিয়েছে শাড়ি।
ধরা দিয়ে বুকে বলেছ আমাকে
কে প্রথম কাছে এসেছি,
আমি হেসে বলি আমরা দুজনে
প্রথমেই ভালো বেসেছি।।