হিজল বনে সাঁঝের বেলায়
একলা ফিরি মনের ভুলে,
শ্রান্ত পাখি ফিরলো কুলায়
পথের সুজন পথেই ফেলে।
যা হবার তা হবেই জানি
আমার সাথে কী পাগলামি,
কথা দিলাম মধুর হেসে
ভ্রমর আসে ফুলের বাসে।
আজ হিজলের দিন ফুরালো
দীপালিকায় জ্বালাও আলো
তোমার মুখটা দেখবে বলে
জোনাকিরা প্রদীপ জ্বালে।
সোহাগ ভরা গোলাপ হাতে
হাঁটু গেড়ে বসলো পথে
অপূর্ব সেই প্রেম নিবেদন
ভ্রমর বুঝি কাড়লো রে মন।
হিজল বনে আজ দুজনে
পাখির কূজন এ নির্জনে
পরশ মনির ছোঁয়া প্রাণে
সাঙ্গ মিলন সঙ্গোপনে।।