চাকরিটা পেয়ে গেছি বেলা বোস,
খবর টা তুমি যদি জানতে-
যদিও পেরিয়ে গেছে তিরিশ বছর
আজও তুমি আসতেই পারতে।
মনে হয় বলে ফেলি এইবার,
বেলা বোস তোমাকে তো চিনি না-
মনে পড়ে শুধু রুবি রায়কে
বাস থেকে যদিও সে নামেনা।
ভাবছো তোমাকে ধোঁকা দিচ্ছি,
ভাবছো যা মোটেও তা ভেবো না
কতো করে কবিতায় ডেকেছি
জানিনা কখনো কেন আসলে না।
সত্যিটা শোনো তুমি বেলা বোস-
সেটা হোক আজকের আফসোস
বেলা বোস ফোঁসফোঁস কোরো না,
আজ আর জেনো তুমি জিতবে না।
বেকারকে বিয়ে করা সোজা নয়,
সেদিনের সে কথাটা মেনেছি-
চাকরিটা পেতে দেরি হয়েছে
কষ্টটা তাই সয়ে নিয়েছি।
তিরিশ বছর পরে দেখা আজ,
কেমন বুড়িয়ে গেছো বেলা বোস-
রুবি রায় এখনো যে যুবতী
রুবি রায়ই মন টানে বুঝেছো?
তরুণরা সহজেই জিতে যায়
বুড়ো বুড়ীরা তাই সব সরে যায়,
অহমিকা কখনোই ভালো নয়
মহাকাল নির্মম দাগা দেয়।
রূপ যৌবন সব দুদিনের
ভালো লাগা ভালোবাসা থেকে যায়
সবার জীবনে প্রেম আসে যায়
উপেক্ষা করা তাকে ঠিক নয়।।