আমার কবিতা শেষ হলে রাত নামুক তোমার দুচোখে
হৃদয়ে ই অনুভব করি তোমাকে
রাত ভোর হয়ে যায় যাক,
আমার এ কবিতার অনুভবী রূপ যেন দেখি, ওই দুটি আয়ত চোখে।
রাত ভোর বৃষ্টি নামুক,সব কিছু ভেসে যায় যাক,
আমার প্রেমের কবিতায়
এক আকাশ বিস্ময় থাক।
এই পৃথিবীতে সে ছাড়া, ভাবতে পারিনা কিছু আর
কতো কাল হারানো হিয়ায় দশদিকে খুঁজবো তোমায়।
উড়ো মেঘ চিঠি দিয়ে যায়
ঊষর এই বুকে ধারা নামে,
আমার কবিতা আমি জানি ভিজে যায়
বৃষ্টি না পড়ারও শুষ্ক দিনে।
গুণগুণ করে মন গায় সে অঝোর প্রেমের ধারায়
মন আমার রামধনু হয়
ফুলে ফুলে রঙ দিয়ে যায়,
সেই ফুলে প্রজাপতি হই কবিতার নেশা লাগে চোখে।
রাতভোর হৃদয়ে জড়াই
কবিতাকে প্রমিকাই লাগে।
আমি মুসাফির হয়ে যাই, কবিতা নেশায় মজে যাই ,
প্রিয়া ভেবে কবিতা জড়াই
কবিতাকে যেন প্রাণে পাই।
প্রেমে মন উদ্বেল হয়, তাই মনে জমে অভিমান
তুমি স্বপ্নেতে দেখা দিও, রোজ হোক ভ্যালেন্টাইন।
তোমাকেই বুকেতে জড়াবো
ভেসে যাবো প্রেম যমুনায়।
আমার কবিতা শেষ হবে, তোমার ওই ঘুম ঘুম চোখের পাতায়,
জীবনে মরণে একবার হৃদয়েই জড়াবো তোমায়,
তুমি ভালোবেসে কাছে এসো, রাত ভোর হয়ে যায় যাক।।