হিমেল হাওয়ায় জমে উষ্ণতার সোহাগ জল,
সারা রাত কাটে অনুরাগের আবেশে আমেজে,
ভোরের শিশির কণা ছুঁয়ে গেছে সবুজ পাতা জুড়ে,
সম্মোহনী আঁচল বিছিয়ে দিয়েছে ফুলের তনুমনে,
কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় প্রভাতী কোলাহল,
গা হিম অনুভবে থমকে দাঁড়ায় সময়ের ব্যস্ততা।
ঘাসের ডগায় সূর্যের ঝিকিমিকি আতিশয্যে চুমে,
নবারুণের পরশে মুক্তোবিন্দু খেলে আশ্লেষে,
হিমেল হাওয়া বয় আনমনে নিরবে আলস্যে,
সোনালী রোদের ওম ছুঁয়ে গড়িয়ে পড়ে বেলা,
ভেজা শিশিরের তপ্ততা মধ্যাহ্ন নেয় শুষে ।
অভিমানী জলরং ঝরে টুপটাপ মেশে শিশিরের ঘ্রাণ,
সবুজ প্রাণের তৃষ্ণা মেটে অপেক্ষার অনুরাগে,
আলোর প্রতিবিম্বে আলপনা আঁকে ঋতুর খেলাঘরে।