সরলরৈখিক জীবনে চোরাগোপ্তা বক্ররেখার ঝলকানি
অবিশ্বাসের খানাখন্দে টালমাটাল বিশ্বাসের জবানবন্দি;
মিথ্যে আশ্রয়ে অনর্থক বাড়বাড়ন্ত চোরাবালির আবর্তে,
শূন্য বৃত্তে ঘুরপাক খেতে থাকে সততার সহজপাঠ-
জীবনের বিস্তীর্ণ যাপন জুড়ে কেবল বিভ্রান্তের নিগূঢ় ছলাকলা।
বিশ্বাসের আয়নায় খেলা করে অজস্র আঁকিবুঁকি
চৌচির ভিতে মোলায়েম মেকি মখমলী প্রলেপ,
বিবেকের দংশনে দংশিত নয় কৃতকর্মের হিসেবনিকেশ,
চেতনার চৈতন্যে শুধুই লোভের লাভের জরিপ।
হিংসা দানা বাঁধে মুখ ও মুখোশের অন্তরালে
হিসহিস করে ছোবল মারে চোখের অগ্নিবলয়।
মনের দুর্বোধ্য জটাজালে প্রসারিত সাপ লুডোর কূটকৌশল,
মগজের কোষে কোষে নিরন্তর ফন্দি আঁটে বাঘবন্দি খেলা।
ক্ষমাহীন অপরাধে নির্লিপ্ত নির্বিকার আজ কাল পরশু
মিথ্যে স্বপ্নে বিভোর ক্ষমতার অলিখিত মৌরুসীপাট্টায়,
সত্যের সীমান্ত আশ্লেষে পেরোয় মেরুদন্ডহীন ক্লীব
দুরভিসন্ধিমূলক যোগসুত্র বাসা বেঁধে চলে ভঙ্গুর অস্থি মজ্জায়।