সততার বড় ভয় , হারিয়ে যাবে না কি ?
অন্যায় আজ হুঁশিয়ারি দেয় “এখনও তুমি বাকি !”
আধুনিক যুগ আধুনিক মন মিথ্যার মেলা জুড়ে
হুঙ্কার ছাড়ে অবৈধতা অর্থের সুরে সুরে !
অর্থ যেখানে আইন সেখানে যুগটা যে কলিকাল
সত্য দ্বাপর ত্রেতার শেষে অসত্যটাই ঢাল ।
বিজ্ঞাপনও সৎ নয় আর মার্কেটিং এর ফল
তাইতো সততা বড়ই একা হারিয়েছে মনোবল ।
বিশ্বাসে আজ বস্তু মেলে না ঠকে যায় বিশ্বাসী
উদাসীনতায় বছর ঘোরে মলিন মুখের হাসি ।
কুহেলিকা নেভা জ্যোৎস্নারাতে আলোদের অবসাদ
নীরবে একাকী কাঁদছে সততা মন জুড়ে প্রতিবাদ।
প্রতিবাদী শুধু মৃত্যু জানে সাহসের পরিণাম
দূরবীন দিয়ে দেখা যায় যাকে অমূল্য যার দাম।
সততা এখন বধ্যভূমিতে মৃত্যুর দিন গোনে
পাপী মনগুলো নকশিকাঁথায় মিথ্যার জাল বোনে।
বনেদিয়ানার বদান্যতায় মেজাজের ছড়াছড়ি
স্বেচ্ছাচারের শৌখিনতায় মাখো তেল ফেলো কড়ি।
সততা গরীব , মানচিত্রে মুছে গেছে তার নাম
রাজনীতি শুধু আড়মোড়া ভাঙে অভিমানী অভিধান ।
লুকিয়ে গিয়েছে মনুষ্যত্ব বিবেক দিচ্ছে উঁকি
হারিয়েছে আজ মানবিকতা সততা বড়ই দুঃখী।
অন্যায্যতা কইছে কথা অবৈধতার জয়
কলঙ্ক দিয়ে পাপাচার ঢাকা চলছে বিশ্বময়।
নিঃস্ব হয়েছে মনুষ্যত্ব সাহসের বলিদান
অন্যায় বড় ন্যায় পরায়ণ মুমূর্ষু সৎ প্রাণ ।
পরিপাটিময় ঔদ্ধত্য সঠিক ভ্রষ্টাচার
শ্বাপদেরা নিশ্চিন্ত হয়ে বেড়েছে বড্ড বাড় ।
হার মেনেছে মনুষ্যত্ব আঁচলে ঢেকেছে মুখ
ভয়ের কাঁটা বিঁধিয়ে বুকে খুঁজছে আপন সুখ।
খুঁজছে নিজের পরিচয়টুকু লজ্জিত মানবেরা
যদিও জানে অমানবতায় মনুষ্য জাত সেরা ।
না ফেরা বুকে হাহাকার,শুধু বঞ্চনা প্রতি ক্ষণে
আকাঙ্ক্ষিত মনুষ্যত্ব কোথা আছে কোন জনে?
পরিত্রাতায় প্রার্থনা শুধু “মানুষ করো সবে”
অন্যায় দেখে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হোক ভবে ।