যেদিন এসেছি ফেলে
দিনলিপি ডানা মেলে
কোলাহলে পিছু ফিরে দেখি
অমূল্য স্মৃতি যেন
পুরাতন সোনা হেন
আলাপনে কিছু কথা মেকি !
সুয়োরাণী থাকে সুখে
দুয়োরাণী কাঁদে দুখে
সুমহান রূপকথা মেলা
সপ্তকে বাজে সুর
সুহাসিনী সুমধুর
সুশোভিত মেঘরোদ বেলা ।
স্বজাত্য শামিয়ানা
শাসনের পরোয়ানা
হৃদ্যতা জীবনের নাম
নদী তীরে ছুটোছুটি
মারামারি হুটোপুটি
কাঁঠালের ছায়া ঘেরা গ্রাম ।
জেলেদের মাছ ধরা
জোরে জোরে বই পড়া
খোলা মাঠে কচিকাঁচা ভীড়
আষাঢ়ে শ্রাবণ ধারা ,
আলোছায়া মন কাড়া
কাক ভেজা বাবুই-এর নীড় ।
ভাদ্রের মিঠে তাল
শিশিরে শরৎ কাল
পুজোময় আশ্বিন মাস
বাতাসে ঢাকের বোল
খুশিময় উৎরোল
কাঙ্ক্ষিত নব উচ্ছ্বাস ।
হেমন্তে পাকা ধান
কিশোরীর অভিমান
কোনো এক গোধূলির শেষ
সন্ধ্যার হাতছানি
শঙ্খের কানাকানি
প্রদীপের শিখা অনিমেষ ।
পৌষের পিঠেপুলি ,
নলেন গুড়ের ঝুলি
রাতভর লেপ ঢাকা ওম
সবজির সমাহার ,
পুষ্পের কি বাহার
হরেক মেলার আয়োজন ।
ফাগুনের পলাশে ,
প্রেমে মিঠে রঙ আসে
ফাগুয়ার ফাগে রাঙা দোল
সজিনার সাদা ফুল ,
গাছ পাকা টোপা কুল
আম্র শাখে হাসে বোল ।
গাজনের বাদ্যি ,
ভোলে কার সাধ্যি
হেঁদোলের উৎসব সাজ
চড়কের পুজো হয় ,
খুশি মন বরাভয়
ভুলি সবে পড়ে থাকা কাজ ।
ফিরে আসে মেয়েবেলা ,
ডাকে লুকোচুরি খেলা
গ্রীষ্মের একলা দুপুর
পুতুলের বিয়ে হবে ,
জানিনা কোথায় কবে
কন্যকা দু’পায়ে নূপুর ।
( ২ )
ভিড়ে ঠাসা আলসেমি অলসের নামচা
অভিসারে আড়মোড়া চিনি ছাড়া চামচা ।
একঘেঁয়ে দিনলিপি মৃদু ভূমিকম্প
হারিয়েছে হ্যারিকেন ধোঁয়া ওঠা লম্ফ ।
ছোঁয়াচের অতিমারী অবসাদে একলা
প্রাণঘাতী বাজ পড়ে মরসুম মেঘলা
সুখ ছোঁয়া প্রকৃতি পাখিদের কলতান
মনোময় স্নিগ্ধতা প্রয়োজন অভিধান ।
মুলতুবি পরীক্ষা পড়াশোনা বন্ধ
নিরুপায় পড়ুয়া লাশ পচা গন্ধ ।
ভবঘুরে দিন কাটে রংহীন জলসা
পিছুডাকে ছোটবেলা গাছ পাকা ফলসা ।
নীল নীল আকাশে চুপকথা বৃষ্টি
কিশলয় কথা কয় সেজে ওঠে সৃষ্টি ।
সুদূরের হাতছানি বদরিকা উড়ে যায়
বাসা বাঁধে বুলবুলি বন্দীর গৃহ চায় ।
ডানা মেলা রোদ্দুর উৎসবী আয়না
নিজেকে নতুন দ্যাখে মাস্ক পরা যায় না ।
তবুও পরতে হয় সচকিত ক্রান্তি
শেষ হোক মহামারী সূচনায় শ্রান্তি ।