করো কি করো কি ? চক্রান্ত ?
চারিদিকে চেয়ে দেখি
সত্য না সব মেকি
প্রমাণিত ভুল ? সে কি ?
পথিক তুমি কি দিকভ্রান্ত ?
কামনা বাসনা ছাড়ো
জীবনে হেরেছো হারো
মৃতকে আবারো মারো
এক করো দেখি দুই প্রান্ত !
রাত্রি জেগে রয়
মিথ্যার বড় ভয়
একে একে তিন হয়
ত্রেতা যুগে এটা কেউ জানতো ?
গাফিলতি অবিরাম
নেশাগ্রস্ত যাম
মুখে হরি হরি নাম
স্তম্ভিত রবি, কবি কান্ত !
প্রেমহীন অভিসার
আকীর্ণ পাপাচার
প্রতিবাদী হাহাকার
বেপরোয়া স্বাধীনতা মানতো ?
হেমলক বিষে নীল
একাকী শঙ্খচিল
অসময়ে পড়ে শিল
দুনিয়াটা মজাদার , ফান তো !
তবুও তো মারামারি
বিষয়ের কাড়াকাড়ি
দম্পতি ছাড়াছাড়ি
রাত্রির চুল ধরে টানতো ?
অথবা পুড়িয়ে দাও
যতটুকু মজা পাও
চেটে পুটে লুটে খাও
প্রতিবাদী হও চক্রান্ত !!
চক্রান্তের ঈর্ষা সবুজ আঁখি
একলা প্রতিভা ভূ-লুণ্ঠিত আজ
অর্থের সাথে লিপ্সার মাখামাখি
সুযোগ পেলেই পিএনপিসির কাজ ।
কর্ম যখন স্বার্থের অভিলাষে
নির্লজ্জতা অহংকারী হয়
সস্তা তখন ক্ষমতার নাগপাশে
একাকী জীবন ঈশ্বরে বরাভয় ।
ভয় পেতে পেতে দেওয়ালে ঠেকেছে পিঠ
ফুঁসছে সাহস নীরব যন্ত্রণায়
চিৎকার করে বিবেক বলছে ‘সিট’
স্বাধীন উবাচ “কে আর আমাকে পায় “….।
পায়ের তলায় দগদগে ক্ষত ঘা
ধূর্ত হাটে সুযোগের সন্ধানে
অনিচ্ছাতেও উপন্যাসটা খা
দীর্ঘশ্বাস চাপা থাক অভিধানে !