সেই যেখানে নদীর পাড়ে গ্রামে প্রাচীন বট ছিল
আম জাম তাল কাঁঠাল গাছের বন ছিল ফুল ফল ছিল ।
ভোরের বেলা ডাকতো মোরগ কুহুর মিঠে তান ছিল
ঊষায় রাঙ্গা মিষ্টি সকাল মেঠো পথের ঘ্রাণ ছিল ।
সবুজ ঘাসের মাঠ ছিল হাওয়ায় কাশের দোল ছিল
নীল গগনে মেঘের ভেলা ফাগুনে আমের বোল ছিল ।
নদীর জলে ঢেউ ছিল ভালোবাসার কেউ ছিল
জোয়ার-জলে বান ছিল সবার মাঝে প্রাণ ছিল ।
পুকুর ভরা জল ছিল হাঁস ছিল আর মাছ ছিল
আঁধার রাতে গাছের শাখে জোনাক আলো জ্বালছিল ।
লোডশেডিং এ বন্ধ পড়া জোছনা মাখা রাত ছিল
ঠাম্মা দিদার সাথ ছিল রূপকথা কেয়া বাত ছিল !
মুখের কথার দাম ছিল গুরুজনের মান ছিল
নদীর ঘাটে স্নান ছিল মাল্লা মাঝির গান ছিল ।
ভাই বোনেরই খুনসুটিতে হাসাহাসির ধুম ছিল
কষ্টকাজে উৎসাহ আর দস্যিপনার গুন ছিল ।
শৌখিনতার শখ ছিল খালের ধারে বক ছিল
ছেলেবেলায় পড়ার সাথে খেলাধুলার চল ছিল
মা কাকিমার দল ছিল মোড়ের মাথায় কল ছিল
স্নেহের পরশ খুব ছিল প্রকৃতি মায়ের রুপ ছিল ।