মায়ের স্পর্শে মাটি ছুঁয়ে থাকি, মাটিই আমার মা
দিগন্তজোড়া শ্যামলিমার নেইকো তুলনা।
খালি পায়ে ছুটি মেঠো পথ ধরে, বর্ষায় মাখি কাদা
শরৎ শিশিরে আগমনী গান, মূর্তি গড়েন দাদা।
দুপুরের মাঠে ঘুড়ি ওড়ানো, এক্কা দোক্কা খেলা
শৈশব জুড়ে ভালোবাসাবাসি,বেশ কেটে যায় বেলা।
পাঠশালে যাই হাসিনা ও আমি, দুইজনে খুব ভাব
কোজাগরীতে চুরি হয়ে যায়,গাছ ভরে থাকা ডাব।
পুকুর জোড়া শাপলাগুলো,সাঁতার দিয়ে তুলি
শীতের সকাল মিষ্টি রোদে, প্রিয় বাসি পিঠে পুলি।
হেমন্তিকায় মাঠে মাঠে দোলে, সোনালী ধানের শীষ
স্কুলের শেষে কৎবেল মাখা “একটু আমায় দিস”।
ধান কাটা শেষে মাঠে মাঠে মেশে, খেসারি কলাই গাছ
নদীর জলে এঁকেবেঁকে চলে ছয়টি তারই মাছ।
গ্রামে যারা রয়, মাটির স্পর্শে, জীবনের পথ চলা
পবিত্রতার সান্নিধ্যে সরল কথা বলা।