প্রেম সে তো দিবালোক,
এগোনোর ঠিকানায় রাত্রির সম্ভাষণ,
তবু কান্নার পায়ের আওয়াজ ভেসে আসে
আঁতুড় ঘরের নীরবতা কচুকাটা করে,
চমকে উঠি ঘোরতর স্বপ্নে,
বীভৎস বাঁচা কিভাবে লুটপাট হয়
হার্মাদের হাতে।
শরীর আরো নিঃস্ব হয়ে গেলে
বেনো জল তরতরিয়ে ঢোকে
ঘরের ভেতর
সাপ-খোপ যাবতীয় আর্বজনা সঙ্গে করে,
প্রেমভিক্ষা করে আরেকবার ধনাঢ্য হতে চায়
এই জীবনের সার্থক ভালবাসা,
বিনা চিকিৎসার হাত থেকে মরণকে আরো
দূরে ঠেলে দিতে চায় মন।