দুঃখগুলোর হিসেব করতে করতে তরাজুটাই দেখি
বেসামাল হয়ে হাঁপ ছাড়ে।
ভারাক্রান্ত মনের ওজনে এলোমেলো পৃথিবীতে
দিকবিদিকে শুধু শুন্যতাই ভাসে।
অত শূন্যের ভেতর স্থিরতার খোঁজে
আপ্রাণ দড়ি-টানাটানির ধকল!
কোথায় জয়? কোথায় পরাজয়?
শেয়ার দরের মতন স্নায়ুর ওঠানামায়
অমৃতমন্থনে যেন ওঠে হলাহল।
দুঃখগুলো কাঁধে হাত রেখে সম্পর্ক গড়ে
আজব সুখের নির্মাণে,
তখুনি কে কানে ফিসফিস করে,
‘ বুঝতে পেরোছি কি এর মানে?’
ফ্যাকাশে মুখ আশেপাশে নজর ছড়িয়ে
বোধগম্যের প্রয়াসে মরীয়া,
অন্তরের অসুস্থ পথিকের নিরাময়ের অভাবে
চঞ্চল উদ্বেলিত দুর্বল হিয়া।