উলঙ্গ রাজার দেশে ,
হঠাৎ একখানা শিশু অকপটে বললো এসে ,
রাজা তোর কাপড় কোথায় ?
তড়িঘড়ি সব সভাসদগন, চোখ ঢাকে লজ্জায় ।
কেউবা আবার চোখ রাঙিয়ে শাসায় ,
রাজার ভুল কি চোখে আঙুল দিয়ে দেখানো যায় !
কদাচিৎ নয় ।
কোথা থেকে হইল এমন শিশুর উদয় ?
পিতা তার করজোড়ে ,
প্রান ভিক্ষা মাগে ভরা আসরে ।
শিশুটির মুখ চেপে ধরে ,
করিল প্রস্তান ।
রাজাকে অপমান !
রাজার চক্ষু তো রাগে লাল ।
ভরা সভায় ফুঁসছে, সেনাপতির তরোয়াল ।
উচিত নয়, উচিত নয়, রব তুলেছে পঙ্গপাল ।