খুব ভালো হওয়াটা যে ভালো নয় তা জানে সবাই
তবু কেউ সে চেষ্টা করে খুব ভালো বৃথা চেষ্টাই।
অন্যায় কে প্রশ্রয় দিতে নাই মিথ্যার আপন পর নাই
শাক দিয়ে মাছ ঢাকা ভালো নয় সাদাসিধা প্রাণ টা বাঁচাই।
চোরের মায়ের বড়ো গলা জানি সেটা সব থেকে উঁচু
একে একে নেভে দেউটি সবাই যে মাথা করে নীচু।
এতো চুরি দেখি চারিদিকে মনে হয় সকলেই চোর
চোরদের উৎপাত দেশে চুরির ধরনে লাগে ঘোর।
চাকরিতে চুরি হয় হাতে হাতে ঘুষ লেনা দেনা
শিক্ষাতে চুরি চলে বেশ সব ডিগ্রিটা যায় কেনা।
স্বাস্থ্যতে চুরি হয় জাল ওষুধ হয় লেনা দেনা
ভূয়া ডাক্তারে রোগী দেখে টাকা দিয়ে ডিগ্রিটা কেনা।
কৃষিতেও চুরি হয়ে যায় ধান চাল গম বেচাকেনা
সরকারি ভাণ্ডার লোটে অসাধু আঁতাত যায় শোনা।
আবাসনে কতো লুঠ হয় সে হিসাব কেউ কিছু জানে
নিম্ন মান ইট সিমেন্ট বালি আবাসনে যারা থাকে মানে।
এতো চুরি চোরদের শাস্তি হয় নাকো সব কিছু চুরি হয় গোপনে
চুরি করা স্বভাব যাদের চুরি করে সবার চোখের সামনে।
দুই চার লাখ টাকা নয়তো হাজার কোটির চুরি যেখানে
কিছু প্রমাণ রেখে যায় চোরেরা যতই না চুরি করে গোপনে।
ভালো কেউ সাজে নাকো আর দিকে দিকে চুরি ভুরিভুরি
চুরি যদি নাই করে কেউ সব্বাই বলে তাকে আনাড়ি।
ভালো কথা বলা যদি ভালো অপ্রিয় সত্যিটা নয়
অপ্রিয় সত্য যে কথা বরাবরই তেতো মনে হয়।
ভালো থাকতেই চায় জনগণ তাই তারা ভোটে পালটায়
একবার কেউ জিতে গেলে সব প্রতিশ্রুতি ভুলে যায়।
গণমাধ্যম আজ জোরদার কিচ্ছুটি লুকোবার নেই
চুরি করে ধরা পড়বেই সত্যিটা লোকে জানবেই।।