আমি যদি বোলতে পারতাম
আমি এর কিছু নই!
এই পাথরের চোখ,
পরচুলা
নকল পোশাক,
এসব আমার নয়
এসব আমার নয়, প্রভু
আমি যদি বোলতে পারতাম!
আমি যদি বোলতে পারতাম
আমি এর কিছু নই!
এই পাথরের চোখ,
পরচুলা
নকল পোশাক,
এসব আমার নয়
এসব আমার নয়, প্রভু
আমি যদি বোলতে পারতাম!
আমি যেনো আবহমান থাকবো বসেঠুকরে খাবো সূর্যলতা গাছের শিকড়অন্ধকারের জল!আমি…
পুনর্বার স্রোতে ভাসছে হাঁস, ভাসতে দাওকোমল জলের ঘ্রাণ মাখুক হাঁসেরা;বহুদিন…
দুপুর ঘুরে কিশোর তুমি বিকেলবেলায়বাড়ি ফিরলে ক্লান্ত দেখায় ক্লান্ত দেখায়।ক্লান্ত…