দেখেছি তোমায় কোন মাধবী পার্ব্বণে,
প্রকৃতির ঐশ্বৰ্য্যের সৌন্দর্য্যের সার!
এসেছিলে ধরে’ রূপ প্রতিমা ঊষার,
গন্ধর্ব্বশালায় কিম্বা আলেখ্য-ভবনে॥
মেঘাচ্ছন্ন কোন দূর অতীত শ্রাবণে,
এসেছিলে কাছে কিম্বা, করি অভিসার,
আঁধারের মাঝে করি রূপের প্রসার,
গগন-সীমান্তে কোন বিস্মৃত ভুবনে!
তোমা সনে ছিল জানি পূর্ব্ব-পরিচয়,—
মন কিন্তু যুগস্মৃতি করে না সঞ্চয়॥
ভাসিয়া চলেছি দোঁহে হাতে হাত ধরে’,
ছাড়াছাড়ি হবে কি গো, পাব যবে কূল?
অথবা মিলন হ’লে জীবনের পরে,
চিনিতে আবার হবে পরস্পরে ভুল ?