এখানে এত বড় বড় অট্টালিকা তবু আমি ফুটপাতবাসী ।
রাতের শহরে আমি আর পাহারাদার কুকুরগুলো, থাকি পাশাপাশি ।
ওই বড় বড় বাড়িগুলোতে, আমার পা রাখার সামর্থ্য কোথায় !
তাই আমাকে সচরাচর, ওই ডাস্টবিনটার পাশেই দেখা যায় ।
নিজেকে আমি বলবো না যে, আমি খুব একটা অসহায় ।
খেটে খাই কিন্তু বাড়ি বাঁধা সামর্থ্য নাই কুলায় ।
শৈশব থেকে যৌবন কেটে গেল এই রাস্তার ধুলায় ।
দরিদ্র হয়ে জন্মেছি, মরণও হয়তো দারিদ্রতায় ।
হিংসায় নয়, মাথা কাটা যায় লজ্জায় ।
আমি কি অকর্মন্য ?
এই দুর্গতি কি সেই জন্য ?
পাইনি সুযোগ লেখাপড়ার ।
পাইনি সুযোগ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ।
এতে আমার দোষ কোথায় ?
জীবন কেটে গেল তাই দুঃসহ দারিদ্রতায় ।
কিন্তু আমার দোষ কোথায় ?