তোমরা যখন বলো আমায়, আমি নাকি মিথ্যুক ।
তোমাদের এই অভিযোগে, ব্যথায় ভরা বুক ।
বিশ্বাস করো আমি মিথ্যুক নই ।
কল্পনা যা আসে মনে, সেগুলোই তো কই ।
তোমরা দেখো আকাশটাকে ,
কিন্তু আমি যখন দেখি তাকে ।
দেখি কাশ ফুল ফুটে আছে ।
তোমরা শোনো গাছের ডালে পাখির ডাকাডাকি ।
জানালা দিয়ে আমি সেথায় রবি’র ছবি আঁকি ।
ধান গাছ শুকিয়ে গেলে তোমরা বলো খড় ,
আমি দেখি মাটির উপর সোনায় চাওয়া ঘর ।
আমি দেখি তৃণভূমি সবুজে সবুজ ।
আগাছা জ্ঞানে উপড়ে ফেলো এতটাই অবুঝ ।
জল – আলো – বায়ু এসবের নেই প্রাণ ।
এদের মাঝেই জীবন খুঁজি, নিবিড় বড়ই টান ।
তাই কখনও মোরে পাগল বলো, কখনও বা মিথ্যুক ।
এই মিথ্যার মাঝি থাকতে পেরে, মনের মাঝে সুখ ।