হ্যাঁ, আমি এক দেহ বিক্রেতা ,
দুমুঠো পয়সা দিলেই ,
স্পর্শের অধিকার যেথা – সেথা ।
হ্যাঁ, আমি দেহ বিক্রেতা ।
আমিই পতিতা ।
বারাঙ্গনা বলে কেহ ।
কারও আখ্যা অশ্লীল তার চেয়েও ।
তবু দেখো অনুতাপ নেই আমার মুখে ।
কাপুরুষ নাই, বেশ্যা আমি, বলি বুক ঠুকে ।
আমিও জানি কেমন বাবু ওরা ।
রজনীগন্ধায় ঘুরে ফেরা রাতের ভ্রমরা ।
রাতের আঁধারে ওরা আসে ,
রাত কেটে যায় ইন্দ্রিয় বিলাসে ।
দিনের আলোয় স্মৃতিগুলো হয় ফ্যাকাসে ।
ওরা উড়ে বেড়ায় , পতিতালয়ের গোপন বাগিচায় ।
আর আমি নাকি বেশ্যা, নষ্টা আমি হায় !