তুমি কি ভেবেছিলে ?
তুমি বিদায় নিলে ,
শেষ হয়ে যাবো আমি তিলে তিলে ?
ভেবেছিলে তোমার বিহনে ,
প্রতিদিন প্রতিক্ষণে ,
শোকে হব নিমজ্জিত ?
সূর্য গেছে অস্তমিত ,
কিন্তু আধ ফালি চাঁদ মনে জাগিয়ে ভরসা ,
বলে গেল, এখনও আসেনি আমাবস্যা ।
যদি বা রাহুর গ্রাসে ,
আঁধার আসে ধেয়ে চারিপাশে ,
তাতেও ভয় নেই ।
কথা দিয়েছে, ফিরে সে আসবেই ।
হালকা আঁধারেও আমি দিব্যি হাঁটতে পারি ।
কালো ছায়া সারি সারি ,
আমায় পথ চিনিয়ে দেয় ।
দুঃসময়ে যে সঙ্গ না দিয়ে বিদায় নেয় ,
তার না থাকাটাই শ্রেয় ।
যারে তুমি করেছিলে হেয় ,
ফিরে এসে দেখো, সে সুখে আছে তোমার চেয়েও ।