বাসনা আমার কামনা আমার
জলাঞ্জলি দিয়ে,
চরণ তোমার বরণ করিব
ভক্তি পূজা নিয়ে।
গানের মালায় তানের ধারায়
সাজাবো গীত ভরে,
বল্লভ নাথ পল্লব ফুলে
চন্দনেতে ধরে।
গীত সুধা ভরে প্রীত হব মোরা
আরাধনায় বসে,
হরিনাম জপে ধরি শত কাজে
প্রেম করুণ রসে।
প্রভু দীননাথ কভু ছেড়ো নাকো
চরণতলে রেখো,
মননে মূর্তি স্মরণে আসিবে
ভালোবাসায় মেখো।
শ্বাপদে ভরেছে আপদে ঘিরেছে
রক্ষা করো তুমি,
অজ্ঞান মাঝে সজ্ঞান ধরো
পদতলেতে চুমি।