কলি কালে কাটে সময়
ল্যপটপেতে চোখ,
চব্বিশ ঘন্টা অফিস চলে
মাথায় চাপে রোখ।
যন্ত্রের সাথে থেকে থেকে
বুদ্ধি লোপ পায়,
বোঝা টেনে চলছে দেখো
কোনো মতে খায়।
বুদ্ধি জ্ঞানে সর্ব শ্রেষ্ঠ
মানুষ জীবে কয়,
ভালোবাসা দয়া মায়া
মানুষেতে রয়।
বিবেক বুদ্ধি কম পড়েছে
ভোঁতা মানব মন,
পশুর মত টানে ঘানি
কামায় শুধু ধন।
স্বার্থ সিদ্ধি যেন তেন
টার্গেট পূর্ণ হয়,
ভেসে যাচ্ছে সংসারের দিক
সম্পর্কের হয় ক্ষয়।