প্রকৃতি রানি সেজেছে অপরূপে
ফুলে ফলে রঙে,
কার লাগি থাকো অপেক্ষায়
আসবে কেমন ঢঙে।
হিমেল বাতাস বইলো জোরে
গাছের পাতা নড়ে,
এসেছি আজ শীতল বায়ে
ঠাণ্ডায় কেঁপে মরে।
শিমুল পলাশ জারুল পারুল
রঙের খেলায় মাতে,
কোকিল পাপিয়া চড়ুই ময়না
ডাকবে শিসে প্রাতে।
কার লাগি থাকে অপেক্ষায়
নদীর জলের মাঝি,
জোয়ার জলের দোদুল দোলা
রাখে মরণপণ বাজি।
নদীর চরে আলোর খেলা
পূর্ণিমা চাঁদনি মেখে,
কার লাগি থাকো অপেক্ষায়
ঘোমটায় লজ্জা রেখে।