প্রভাত আলোয় জেগে ওঠে সব
দিনের কাজে ত্বরা,
হিমের পরশ লাগায় হরষ
ধানের শিষে হরা।
ঘাসের ডগায় শিশির বিন্দু
অর্ক জ্যোতি জ্বলে,
কুসুম সুবাসে আকর্ষণেতে
মৌমাছিরা দলে।
বাঁশরি বাজায় রাখাল বালক
বৃক্ষ পরে বসি,
গোরুর পালেতে দৃষ্টি গোচর
লাগাম ধরে কষি।
বধূ আনাগোনা গ্রাম্য পথেতে
কলস কাঁখে ধরে,
কিষাণ কিষাণি কাস্তে চালায়
গোলায় ধান ভরে।
সাঁঝের বেলায় ঘরে ফেরে সব
পরিশ্রম শেষে,
অবসর কালে গপ্পো কথায়
বন্ধু জনে মেশে।
হরিনাম জপে দিনের শেষেতে
জপ মালাটি গোনে,
ঠাকুরের কথা গুণী জনে বলে
চুপটি করে শোনে।