ধীরে, ধীরে দেওয়াল বেয়ে উঠে আসছে
সরীসৃপের মতো মৃত্যু । অন্তিম পরিণামে –
কেউ পায় ভয় ,কেউ দুহাতে নেয় বন্ধু
দেউলিয়া মনের আঙিনায়
কেউ বা সাজায় প্রেয়সী যেন ।
গুরু তো বলে গেছেন অমোঘ বাণীতে
” মরণ রে তুহু মম শ্যাম সমান …”।
হৃদয়ে রেখেছি পাষান ফলকে -কখনো না হই বিস্মৃত ।
এসো প্রস্তুত হই এক অলঙ্ঘ, অমোঘ যুদ্ধে
নষ্টদুপুরে আর কত হিসাব মেলাবে- শূন্যতার ?
চিত্রকল্পে মগন,তবুও আলোর পাড় ভাঙে কাব্যের
সহজাত কিছু বোধহীনতা নরকের দ্বার খোলে
এতযে আদর মাখো সেকি শুধুই অভ্যস্ত যৌনতা
নিজেকে নির্লজ্য অভিজ্ঞান নির্যাসে নিংড়ে নিয়েও
অনুরাগের রং আজ নির্বোধ , লোভের নগ্ন পরিক্রমায়।