ধরণীর ধুলিপথে,
হেঁটে যাবো একসাথে
আনন্দ মগন।
এতো যে অন্ধকার, প্রত্যাঘাত
এতো যে বেদনার আঘাত
থাকবে তবু আলিঙ্গন।
নগ্নপায়ে হেঁটে আসে দেখি
নষ্টদুপুরে যত হতাশ মুখী
বাঁচার তাগিত।
এতো যে দুর্বার নিপীড়ন
ক্ষোভ দেহে ক্ষত বিদিরণ
মিছিলের ইঙ্গিত।
স্মরণীর এ পথে, পথে
বঞ্চিত মেলে হাত হাতে
মৌনমুখর প্রতিবাদ।
যত দুরাচার, যত শোষণ
অন্যায়ে যত আত্মপোষণ
অনলে উজ্জ্বল অধর।
হৃদয়ে জাগছে জেহাদ
পাবেনা কেউ রেহাদ
মুখরিত অভিশাপ।
ভ্রূকুটিতে দেখো হাসে
স্বরাজ কাঁদে পরবাসে
সত্যের মুখোশে উপহাস।