শুভাকাঙ্ক্ষীরা হারিয়ে গিয়েছে কবে
সমব্যথীদেরও বুঝি নাকো হাল চাল,
একটার পরে একটা ধাক্কা আসে
সুযোগ পেলেই সবাই ছাড়ায় ছাল।
কতোকাল গেছে এদিন ভয়ংকর
সোনালী সেদিন ছিলো ছোট বেলায়
কতো খেলাধূলা প্রাণের সে কি জোয়ার
আজকের দিন ভেসে যায় কাল বেলায়।
ইস্কুলে ভয় কলেজ ও বন্ধ পঠনপাঠনে ইতি
মেলামেশা নেই স্বতঃস্ফূর্ত প্রাণের অধোগতি
বিপর্যয় তো ডেকে আনে যারা শয়তান লোভী অতি
লোভে পাপ আর পাপেতে মৃত্যু ঘুঁচে যাবে বজ্জাতি।
আজকাল কেউ কারো শুভানুধ্যায়ী কি আছে
সমব্যথী হয়ে সুযোগ সুবিধা চায়,
সুজন বন্ধু কোথায় যে চলে গেছে
ফেলো কড়ি মাখো তেল এ দুনিয়ায় ।
শুভাকাঙ্ক্ষীরা সবাই চোখ বুজেছে
স্বার্থের হেফাজতে আছি বন্ধু হয়েছে পর
তবু তৎপর সচেতন করি মন
বন্ধু বিনা কি খুব ভালো থাকা যায়?
আমি ভালো থাকি তোমাকেও ভালো রাখি
স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষীরা যত
জীবন মরণ প্রতিটি সন্ধিক্ষণ
তুমি পাশে আছো অনুভব করে মন।।