সাঁঝের আঁধার ঢাকে চারিধার
ঝিঁঝিঁ চপল মনে,
বন বাদারে গাছের আড়ে
মগ্ন সুরের সনে।
খাম্বাজ দাদরা কাহারবা ইমন
রাগ রাগিনী সাধে,
টপ্পা খেয়াল গুনগুন করে
সরগমে সুর বাঁধে।
ঝিঁঝিঁরা সব একজোটে রব
তুলে খুশির টানে,
দুষ্টু শৈশব করে কলরব
ছুটে তাহার পানে।
ঝিল্লির গানে মুখরিত ধরা
আলোর ঝলকে মাতে,
বাঁশের ঝাড়ে দৃষ্টি কাড়ে
তমসা ঘেরা রাতে।
ঝিঁঝিঁর গানে মুখর তানে
কবির মনে ছন্দ ,
চুপটি বসে ভাবের রসে
কাব্য রচে নন্দ।