শিশির ভেজা শরৎ বেলা
ধরে অরূপ সাজ
এলো ধরার মাঝ,
শিউলি কেয়া ফুটে রাশে
বাগে ভরে আজ।
ভোরের বেলা শিউলি তলে
ঝরে ফুলের রাশ
ছাড়ে মধুর বাস
সাদা চামর দোলায় দেখো
নদীর পারে কাশ।
নীলাকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের দল
পেঁজা তুলোর বল
অলির দলে মধু খেতে
ধরে কত ছল।
শরৎ এলে হিমেল বায়ে
আগমনীর ভোর
শুনি ঢাকের সুর,
জগন্মাতা আসছে ওই
নয়কো বেশি দূর।