কর্ম করে ধৈর্য রাখলে
ফলটা যে হয় মিষ্ট,
তাড়াহুড়ো করলে তাইতো
জ্ঞানী বলেন তিষ্ট।
চলার পথে শতেক বাধা
আসতে পারে জেনে,
সুস্থিরে রন বুদ্ধিমান সব
চলেন বিধি মেনে।
সফলতার সোপান পথে
চলতে চায় যারা,
ধৈর্য রেখে কর্ম করেই
ফলটা যে পান তাঁরা।
অনাসক্তি অধৈর্য ভাব
বাঁধলে মনে বাসা,
সকল কাজেই ব্যর্থতা যে
সফল হয়না আশা।
কর্মে নিষ্ঠা ধৈর্য দানে
মনের মাঝে শক্তি,
গীতার বাণী’ কর্মযোগে’
রাখো সবে ভক্তি।