স্নেহের ছায়া শীতল কায়া
তোমার কাছে এলে,
সুধার পরশ হৃদয় হরষ
খুশির ডানা মেলে।
আমার যত বায়না শত
মানতে হাসি মুখে,
কক্ষনো তো ‘ না’ শব্দে
দাওনি কভু দুখে।
হাজার কাজে ব্যস্ত তবু
ফিরতুম যবে ঘরে,
আঁচলে তে ঘাম মুছায়ে
জলটি দিতে ধরে।
পড়া শোনার কৃতিত্বে আমার
আলো তোমার মুখে,
মনটা ভরে যেতো তখন
অপার্থিব সুখে।
তোমার হাসি দেখব বলে
ছুটে চলে আসি,
কোলে তোমার থাকলে শুয়ে
ঝরে শান্তি রাশি।
সারাজীবন আমার জন্য মাগো
ভুগলে শতেক দুখে,
এবার মাগো আমার পালা
রাখবো তোমায় সুখে