সানাই তো জীবনে একবারই বেজেছিল
মধুরাতে উঠেছিল দোলা,
মধুমিলনে মধুগুঞ্জনে শিহরিত ক্ষণ
স্মৃতির ভাড়ারে আজো তোলা।
অনিমেষ আঁখি পাতে শরমে আনত প্রিয়া
দীঘল আঁখিতে মৃদু হাসি,
স্বপ্নিল মাধুরী মাখা মনে ইচ্ছেরা রঙিন
ঢেউ তুলে ভাসে রাশি রাশি।
সুরভিত বেলি ফুলে কবরী তে শোভা ধরে
দেখে যে আবেশ জাগে ঘ্রাণে,
দুহাতে ধরে এঁকে দিলে সোহাগী চুম্বনেতে
প্রেমের পরশ লাগে প্রাণে।
কত মধু বসন্ত অনুপম পশরা লয়ে
হৃদ মাঝারে ছবিরা সাজে,
পাশে পাশে সারাক্ষণ কপোত কপোতী সম
কলরবে মুখরিত লাজে।
নিয়তির ছলনাতে ধেয়ে আসে আচম্বিতে
বিবর্ণ ধূসর কাল বেলা,
মুখরিত পল্লবিত হরষেতে আনন্দিত
পলকে নাশে সকল খেলা।
বিদায়ের পাত্রখানি ভরে আছে স্মৃতি সুধা
ভুলিব না তোমারে গো কভু ,
রয়েছো তেমনি আজো আমার হৃদয় মাঝে
যত দূরে যাও নাকো তবু।